দিনাজপুরের পথে, ঐতিহ্য আর স্বপ্নপুরীর দেশে



আমাদের দেশটা স্বপ্নপুরী

সাথি মোদের ফুলপরি
ফুলপরি লালপরি লালপরি নীলপরি
সবার সাথে ভাব করি।

সত্যিকারের পরিদের সাথে ভাব করতে না পারলেও কল্পনার পরিকে চোখের সামনে একবার দেখবার তৃষ্ণা নিয়েই ছুটে চলেছি স্বপ্নপুরীর উদ্দেশ্যে। দিনাজপুর শহর থেকে প্রায় ৫২ কিমি দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী অবস্থিত। বাসযোগে যাওয়া যায় আবার ঢাকা থেকে চলে আসা সম্ভব । অনেকে  রেলযোগে ফুলবাড়ী রেল স্টেশনে নেমে অটোরিক্সা নিয়ে চলে যেতে পারেন। কিন্তু আমি শহর থেকেই একটা গাড়ি নিয়ে নিলাম সারাদিনের জন্য ।
নভেম্বরের শেষ সপ্তাহ চলছে, শীতের হালকা আমেজ বয়ে যাচ্ছে রোদ মাখা সোনালি ধানের শীষে । দু’ধারে সারি সারি ধানের ক্ষেত, মাঝে মাঝে চড়ুই পাখির দুর্নিবার উড়ে চলা -এমন সকাল বহুদিন দেখা হয় না।সময় যতো এগুচ্ছে মনে হচ্ছে কোন এক জন-মানবহীন শূণ্য পীচ ঢালা পথের সাথে সখ্যতা করে এগিয়ে চলেছি ।
সকাল এগারোটার মধ্যেই পৌঁছে গেলাম বহু প্রতিক্ষীত স্বপ্নপুরীর দুয়ারে। আমরা আসবো জেনেই বুঝি দু দু’টো পরী স্বাগতম জানাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।উফ! মাটি বা পাথর দিয়ে গড়া এই মূর্তি এতোটা প্রা্নবন্ত করে দিল কোন সে শিল্পীর হাতের ছোঁয়ায় নাম আর জানা হলো না । কেবল জানতে পেরেছি দিনাজপুর – ৬ আসনের এমপি শিবলী সাদিকের বাবা তার নিজ জমিতে একক উদ্যোগেই এই নয়নাভিরাম প্রাঙ্গণ সম্পূর্ণ করেছেন ১৯৯০ সালে । প্রায় দেড়শো একর জমি জুরে আছে নানাবিধ পশু-পাখি-মাছ এমন কি কৃত্রিম ফুলের সমাহার । আছে  দেবদারু গাছের বাগান , আকর্ষনীয় চিড়িয়াখানা, আদতে মূর্তি হলেও পরিবেশনায় সবগুলোই প্রাণবন্ত।

1 comments:

  1. My Merit Casino Online Casino - deccasino.com
    Experience the luxury of gaming and enjoy the 카지노 opportunity to win huge cash prizes with deccasino My Merit Casino online casino. The best games 메리트 카지노 주소 at my casino,

    ReplyDelete

Total Pageviews

Powered by Blogger.